কিভাবে পর্তুগালের ইমিগ্রেশন কর্তৃপক্ষ (SEF) বরাবর নিয়মিত হওয়ার আবেদন (Sef entry) করবেন

 


পর্তুগালে বর্তমানে সবচেয়ে সহজ যে আইনে সবাইকে বৈধতা দিচ্ছে তা হলো , আইন 23/2007 , আর্টিকেল 88/2 ও 89/2 | এগুলো হলো কাজের , ব্যবসায়িক কার্যক্রম ও স্বাধীন পেশার মাধ্যমে নিয়মিত হওয়া বা রেসিডেন্ট কার্ড পাওয়া। এর জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন।

১) ভ্যালিড পাসপোর্ট।

২) সেনজেন ভিসা, টিকেট, হোটেলের SEF এন্ট্রি ডকুমেন্ট (যদি থাকে)। যাদের ভিসা নাই শুধুমাত্র টিকেট হলে ভালো|

৩) Finance নাম্বার এর পেপার।এটি বর্তমানে চারটি পদ্ধতিতে করতে পারবেন|

✔️ফিন্যান্স এর বিভিন্ন কম ব্যস্ত /দূরবর্তী অফিসে সরাসরি একজন রেসিডেন্ট কার্ড অথবা portuguese পাসপোর্টধারী ব্যক্তির মাধ্যমে নাম্বার বের করা|

✔️অথবা, একজন রেসিডেন্ট কার্ড অথবা portuguese পাসপোর্টধারী ব্যক্তি , 217206707 অথবা CNAI 218106100 এই দুটি নাম্বারে ফোন করে আপনার জন্য নতুন ফিনান্স নম্বর এর এপারমেন্ট নিয়ে অফিসে যাওয়া|

✔️অথবা, একজন রেসিডেন্ট কার্ড অথবা portuguese পাসপোর্টধারী ব্যক্তি , ফাইনান্স অনলাইন পোর্টালে ফাইন্যান্স নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিচে

$ads={1}

➡️Contacte - nos
➡️Attendimento e-balcao
➡️REGISTAR NOVA QUESTAO
➡️ESCOLHER IMPOSTO OU AREA
Registo contribuinte
➡️ESCOLHER TIPO DE QUESTAO
Identific
➡️QUESTAO
Representative fiscal
➡️NO
➡️ASSUNTO
Registo Contribuinte
➡️MENSAGEM
Numero de financas para estrangeiro
➡️Selecione o ficheiro a enviar
এখানে পাসপোর্ট ও ভিসা কপি আপলোড করে
➡️Carregue aqui
➡️REGISTO QUESTAO

এরপর 4/ 5 দিন পর আবার পোর্টালে লগইন করে গিয়ে দেখতে পাবেন ফাইন্যান্স থেকে আপনাকে কপি দেয়া হয়েছে অথবা অথবা নিকটস্থ ফাইন্যান্স অফিসের date দেওয়া হয়েছে|

✔️অথবা, উকিলকে পাওয়ার অফ এটর্নি দিয়ে উকিলের নির্ধারিত রিপ্রেজেন্টেটিভ এর মাধ্যমে

৪) জুন্তা পেপার। (বর্তমানে এই পেপার অনেকটা কঠিন হওয়াতে এটা ছাড়াও Entry করা হচ্ছে)

৫) কাজের চুক্তিপত্র বা ব্যবসায়িক কার্যক্রম বা স্বাধীন পেশা

৬) সোশ্যাল সিকিউরিটি নাম্বারের পেপার।

NISS (এটি না থাকলেও sef entry করা যাবে)। এটি কিভাবে আবেদন করবেন নিচে লিঙ্কে দেওয়া আছে|

৭) নিজের দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। শুধু পর্তুগিজ ট্রান্সলেশন।

৮) পর্তুগালে আসার আগে অন্য কোনো দেশে এক বছরের উপর থাকলে সে দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

উপরোক্ত ডকুমেন্ট গুলো scan করে PDF আকারে প্রত্যেকটির ডকুমেন্ট
$ads={1}

১) Passaporte
২)Entrada Regular
৩) NIF
৪)Aljomento
৫)Contrato de trabalho / Inicio activida
৬) NISS
৭)Certificado de Registo Criminal
৮)Certificado de Registo Criminal

নামে কম্পিউটারে সেভ করে

➡️ Portal SAPA
➡️ Registo
➡️ Email (ইমেইলের পাসওয়ার্ড জানা থাকলে এটা দিবেন নতুবা নতুন একটি ইমেইল দিবেন যার পাসওয়ার্ড জানেন।
➡️ Palavra - passe এখানে ৯ ডিজিটের পাসওয়ার্ড সকল ডিজিটের মিশ্রণ যেমন Bangla@71
➡️ Confirmacao de Palavra - passe এখানে সমান পাসওয়ার্ড টি আরেকবার দিয়ে
➡️ Registo
এখন ইমেইল এ গিয়ে noreply.sapa,
Confirmacao de registo গিয়ে
➡️ Esta ligacao
➡️ ইমেইল ও পাসওয়ার্ড টি দিয়ে লগইন করলে একটি পেইজ আসবে। এখানে কাজের চুক্তিপত্র থাকলে সবার উপরের সবুজ চিহ্নিত তীর চিহ্নে অথবা ভবিষ্যতে কাজ আরম্ভ হবে এরকম কাজের চুক্তিপত্র থাকলে এরপরের সবুজ তীর চিহ্নিত অথবা ব্যবসায়িক কার্যক্রম বা স্বাধীন পেশা থাকলে এরপরের সবুজ তীর চিহ্নে গিয়ে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের তথ্য, ভিসার তথ্য, পর্তুগালের ঠিকানা ও মোবাইল নাম্বার, পেশাদার কার্যকলাপের তথ্য ও অন্যান্য তথ্য দিয়ে ✅ confirmacao এ ঠিক চিহ্ন দিয়ে
➡️ Enviar
➡️ উপরের সবুজ চিহ্নে গিয়ে পরের পেইজে Tipo de Documento এ ক্লিক করে প্রথমে ➡️ passaporte ou outro documento de viagem valido সিলেক্ট করে বামের হলুদ ফোল্ডারে ক্লিক করলে পেইজের উপরে নিয়ে যাবে। এখন পেইজের নিচে এসে
➡️ seleccionar এ ক্লিক করে কম্পিউটারের সেভ অপশনে গিয়ে পাসপোর্ট এর PDF ফাইল এর উপর ডাবল ক্লিক করে এটি carregado হওয়ার পর একটু উপরে ৬নং এর ২টা তীর চিহ্নের সবুজ বোতামটি ক্লিক করলে এটি যথাস্থানে আপলোড হয়ে যাবে।
এটি যেভাবে আপলোড করেছেন এভাবে নিচের বাকী সবগুলো আপলোড করতে হবে|
(উল্লেখ্য কম্পিউটারে সেভ করে রাখা ডকুমেন্ট গুলো প্রত্যেকটি PDF ফরমেট এবং ৪ মেগা বাইটের নিচে হতে হবে)
Tipo de Documento এ ➡️ comprovativo de entrada regular em এ ক্লিক করে একই ভাবে seleccionar গিয়ে Entrada regular এর ডকুমেন্ট
➡️ comprovativo de meios এ গিয়ে contrato de trabalho, সাথে salary ship থাকলে একসাথে
➡️ certiticado de Registo criminal----- নিজ দেশের পুলিশ ক্লিয়ারেন্স
➡️ certificado de Registo Criminal --------- অন্য কোনো দেশের, যেখানে এক বছরের উপর ছিলেন
➡️ Documento Comprovativo Aljomento junta copy
➡️Documento Comprovativo --------------- Seguranca social এটি অথবা আবেদনের কপি অথবা না থাকলে এই ঘর বাদ দিয়ে।
➡️ comprovativo de insericoo na fiscal----- NIF নাম্বার এর পেপার
➡️ contrato de trabalho ------------------কন্ট্রাক্ট পেপার
➡️ promessa de contrato ---------------- কাজেট কন্ট্রাক্ট।

promise contract হলে এটি আপলোড করে উপরে ডকুমেন্ট এ-র ঘরে বামের হলুদ ফোল্ডার খুলে দেখে নিবেন সবগুলো ডকুমেন্ট যথাস্থানে দেওয়া হয়েছে কিনা। না হলে বামের x চিহ্নে ক্লিক করে আবার উপরের নিয়মে আপলোড করে সকল তথ্য আরেকবার দেখে উপরে ডানে সবুজ চিহ্নে ক্লিক করে নিচে confirmacao : ঘরে ঠিক চিহ্ন দিয়ে ডানে Enviar এ ক্লিক করলেই আবেদন টি সাবমিট হয়ে যাবে। এখন এই লাস্ট পেইজটি প্রিন্ট অথবা সেভ করে SEF এন্ট্রিতে প্রদত্ত সকল ডকুমেন্ট ইমেইলে SEND করে রাখবেন। সাথে SNS বা মেডিকেল নাম্বারের ও আবেদন করে নিতে পারেন নিচের লিংকে প্রদত্ত বর্ণনা অনুযায়ী।

[Collected from]
মোহাম্মদ শাহজাহান ✍

Tahsir Ahmed Munna

I am a Ph.D. Student at Instituto Superior Técnico (IST) and Researcher Instituto de Telecomunicações (IT), Lisbon, Portugal. My research area is Deep Learning based image compression. I have a master’s degree in Data Science from Higher School of Economics (HSE), Moscow, Russia.

Previous Post Next Post

Sponsor

نموذج الاتصال